最近搜索
Jege Jege (From _Uraan_) - Shreya Ghoshal&Joy Sarkar 《Jege Jege (From "Uraan")》 HQ SQ
更新时间:2025-05-10 13:44:39
文件格式:mp3
音乐下载
被下架或封杀等部分试听资源与网盘资源可能不一致,请以网盘资源为准
标签
Jege Jege (From _Uraan_) - Shreya Ghoshal&Joy Sarkar 相似推荐
歌词

Jege Jege (From "Uraan") - Shreya Ghoshal/Joy Sarkar

Lyrics by:Srijato

Composed by:Joy Sarkar

জেগে জেগে কত পার করে দেওয়া রাত

আরও একবার মুঠোর মধ্যে হাত

তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো

শরীরে শরীর মন তবু অক্ষত

আজ রাতে চলে যেও না যেও না যেও না

আজ রাতে

নানা না না নানা

নানা না না না না

নানা না না নানা

না না না

নানা না না না না

নানা না না নানা

নানা না না না না

না না না

ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে

সম্মোহনের সময় হয় না মিথ্যে

চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে

জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে

আজ রাতে চলে যেও না যেও না যেও না

আজ রাতে

দুজনের মাঝে সেলাই দাগের সুতো

স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো

ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা

আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা

হো আজ রাতে চলে যেও না

যেও না যেও না আজ রাতে

এসো একবার শরীরের পথে পথে

ঘুরে দেখে নি কত অঘটন ঘটে

মরে যেতে পারি সহজে এতো চাওয়া

বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া

আজ রাতে চলে যেও না যেও না যেওনা

আজ রাতে

জেগে জেগে কত পার করে দেওয়া রাত

আরও একবার মুঠোর মধ্যে হাত

তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো

শরীরে শরীর মন তবু অক্ষত

আজ রাতে চলে যেও না যেও না যেও না

আজ রাতে নানা না না

নানা না না না

নানা না না না না

নানা না না না

নানা না না না না

নানা না না না

নানা না না না না

না না না

নানা না না না

নানা না না না না

নানা না না না

না না না

নানা না না নানা

নানা না না না না

নানা না না নানা

না না না